বনানীতে বিএনপির ইফতার পার্টিতে আওয়ামী লীগ নেতাকর্মী : বিএনপির  নেতা-কর্মীদের ক্ষোভ

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক   :  বনানী থানা বিএনপির ইফতার পার্টিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (৩ মার্চ) বনানী মাঠে থানা বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।
দলীয় সূত্র জানায়, দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে সোমবার বনানী থানা বিএনপির উদ্যোগে ইফতার পার্টি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বনানীর একজন স্থায়ী বাসিন্দা আনিস উদ্দিন বলেন, সোমবার দুপুরে ওয়্যারলেস গেটে দেখলাম বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে যাচ্ছে। এর ৮০ ভাগ লোক বিএনপিতে কোনোদিন দেখিনি। আমার পঞ্চাশ বছরে এসব লোক বিএনপি করতে দেখিনি।
ইফতার পার্টি নিয়ে বনানী থানা বিএনপির এক নেতা ফজলুল হক বলেন, ‘আজ ১৯নং ওয়ার্ড বিএনপিতে এবং অন্য সংগঠনেও দেখলাম আজেবাজে লোকজনের গলায় আপ্যায়নের কার্ড। কে কোন সাহসে এই সমস্ত লোকজনকে গলায় কার্ড ঝুলিয়ে দিলো আমরা জানতে চাই? এরা সারা জীবন চুপ করে ঘুমে ঘুমে আসছে। আজকে কে এদের এই সাহস দেয়?
১৯নং ওয়ার্ড বিএনপিকে এই জবাব দিতে হবে। যাকে তাকে দায়িত্ব দিবেন না দয়া করে, এতে আমাদের মতো ত্যাগী কর্মীর অপমান করা হয়। দয়া করে  কেউ নিজের আখের গোছানোর জন্য নতুন কে বেশি মাথায় উঠাইবেন না, এমনেতেই আমরা পুরাতনরাই ভাত পাই না আবার নতুনের আমদানি।’
আরেকজন বিএনপি কর্মী সানি আহমেদ সালমান বলেন, ‘এসব দেখে অনেক কষ্ট লাগে মাগার কিছু বলতে পারি না। কারণ হাবিবুল নবী সোহেল ভাই একটা কথা বলেছিল টাকার কাছে আমি হেরে গেছি। ঠিক এমন একটা কিছু আছে যার কারণে আমার মতন অর্থহীন লোকেরা হেরে যাচ্ছে একমাত্র টাকার কাছে।’
বনানী থানা বিএনপির ইফতার পার্টিতে অংশ নেওয়া এক শ্রমিক লীগ নেতা মজিবর বলেন, ‘এলাকার স্বার্থে আমরা এখন বিএনপির সাথে মিলেমিশে কাজ করছি। এখন পর্যন্ত বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।’
এ বিষয়ে বনানী থানা বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হবির বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *