শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোয়েবুর রহমান সুমনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

৫ মার্চ শরণখোলা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাছ ধরার অনুমতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা উৎকোচ ছাড়া জেলেদের মাছ ধরতে দিচ্ছেন না। ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, প্রথমে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার পরও আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের দুটি নৌকা ভেঙে ফেলা হয় ও একটি জাল আটকে রাখা হয়, এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মোঃ সোয়েবুর রহমান সকল অভিযোগ অস্বীকার করেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।