
নিজস্ব প্রতিবেদক : তরুণদের কাছে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দুইটি ওয়ারল্যাস অডিও ডিভাইস- রিয়েলমি ‘বাডস টি১১০’ এবং ‘বাডস এয়ার ৬’ উন্মুক্ত করেছে। এই ডিভাইসগুলোর উন্নত প্রযুক্তির ফিচার, সাউন্ড কোয়ালিটি ও সর্বাধুনিক প্রযুক্তি গ্রাহকদের মন কাড়বে।
রিয়েলমি ‘বাডস টি১১০’ এ রয়েছে ১০এমএম ডাইনামিক বেস ড্রাইভার, যেটি ব্যবহারকারীদের উঁচুমানের সফল আউটপুট ও দারুণ অভিজ্ঞতা দিয়ে থাকে। এছাড়া এই ডিভাইসে আরো রয়েছে- ‘এআই ইএনসি’ নয়েজ ক্যানসেলেশন ব্যবস্থা, যেটির মাধ্যমে নিখুঁত শব্দ শোনা যায়। এটিতে আরো রয়েছে- স্মার্ট টাচ কন্ট্রোল এবং ব্লুটুথ ৫.৪ এর মাধ্যমে নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা।
অতুলনীয় ৩৮ ঘণ্টা প্লেব্যাক (বাডস + কেস) এবং ৭ ঘণ্টা একটানা ব্যবহারের সুযোগ রয়েছে এ ডিভাইসটিতে; তাই নিঃসন্দেহে রিয়েলমি ‘বাডস টি১১০’ দিচ্ছে বাড়তি বিনোদনের সুযোগ। এই ডিভাইসে আরো রয়েছে দ্রুত চার্জিং সক্ষমতা, তাই মাত্র ১০ মিনিটের চার্জেই ২ ঘণ্টা গান শোনা সম্ভব। এটির ৮৮এমএস লেটেন্সি দিচ্ছে নির্বিঘ্ন গেমিং এক্সপেরিয়েন্স এবং আইপিX৫ ওয়াটার রেজিস্ট্যান্স এর কারণে সব পরিবেশেই এটি ব্যবহার উপযোগী। রিয়েলমি ‘বাডস টি১১০’ এর বাজার মূল্য ২,৫০০ টাকা।

‘বাডস এয়ার ৬’-এ রয়েছে ডাইনামিক বেস বুস্ট এর সমন্বয়ে ১২.৪এমএম ডিপ বেস ড্রাইভার এবং হাই-রেস সার্টিফাইড এলএইচডিসি ৫.০ শক্তিশালী অডিও ডেকোডিং। এই ডিভাইসে আরো আছে ৫০ডেসিবলস স্মার্ট এক্টিভ নয়েজ ক্যানসেলেশন ২.০ এবং ৪ হাজার হার্জ আল্ট্রা-ওয়াইডবেন্ড নয়েজ ক্যানসেলেশন ফিচার; যা দেয় নির্বিঘ্নভাবে অডিও শোনার অভিজ্ঞতা। অডিও ডিভাইসটির ৬-মাইক নয়েজ দূর করে শেব্দের ক্লিয়ারিটি বৃদ্ধি করে- তাই কাজ কিংবা অবসরে এটি ব্যবহারে দেয় বাড়তি আনন্দ। ‘বাডস এয়ার ৬’ এর আছে, সর্বোচ্চ মোট ৪০ ঘণ্টা প্লে ব্যাক, আল্ট্রা-ইমারসিভ ৫৫এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড, আইপি৫৫ ওয়াটার রেজিজস্ট্যান্স- যা সবার চাহিদা পূরণ করে। এছাড়া- ‘বাডস এয়ার ৬’ গুগল ফাস্ট পেয়ার, ব্লুটুথ ৫.৩, ডাইনামিক ডুয়েল-অ্যান্টেনা সুইচিং এর সঙ্গে যুক্ত হয় নির্বিঘ্নভাবে। এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫,৫০০ টাকায়।

রিয়েলমি ‘বাডস টি১১০’ এবং ‘বাডস এয়ার ৬’ দুটোই রিয়েলমি লিংক অ্যাপ এর সঙ্গে ব্যবহার উপযোগী, যা নিশ্চিত করে বর্ধিত ইউজার কন্ট্রোল। সর্বাধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় ফিচারের এই অডিও ডিভাইস দুইটি পারফরম্যান্স, স্থায়িত্ব এবং ব্যবহার-সুবিধার ক্ষেত্রে হতে পারে দেশের গ্রাহকদের সেরা পছন্দ।
এই ডিভাইসগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে বিভিন্ন ধাপে কোয়ালিটি যাচাই-বাছাই, দীর্ঘ সময় ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা হয়েছে। সারাদেশের রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে রিয়েলমি ‘বাডস টি১১০’ এবং ‘বাডস এয়ার ৬’, যথাক্রমে ২,৫০০ ও ৫,৫০০ টাকায়।
তাই সেরা অডিও অভিজ্ঞতা পেতে রিয়েলমি’র সেরা অফারটাই গ্রহণ করুন। আরো তথ্য জানতে ভিজিট করুন রিয়েলমি ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলো।