
নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিচার চাইলেন আরেক ছাত্রলীগ নেতা। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সিয়াম আহমেদ সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার দাবি করেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি রিপন মিয়া ও জুয়েল মোড়লের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এবং তাদের বিচার দাবি করেন।