সীমান্ত নদী সুরমার নৌ পথে দেড় কোটি টাকার ভারতীয কাপড়ের চালান জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সুরমা নদীর নৌ পথে ভারতীয় কাপড় বোঝাই ট্রলারসহ দেড় কোটি টাকার অধিক মুল্যের মালামাল ট্রাস্কফোর্সের অভিযানে জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সিলেট সেক্টরের, সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের জেলা শহরের পাশ দিয়ে প্রবাহমান সীমান্ত নদী সুরমার সাহেববাড়ি ঘাটে ট্রাক্সফোর্সের অভিযানে ওই চালান জব্দ করা হয়।


বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া হৃকাদির এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের বিজিবির ৮ সদসস্যের বিশেষায়িত টহলদল, বিজিডিও, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হাসান মোহাম্মদ শোয়াইবের নেতৃত্বে শুক্রবার ভোররাতে ট্রাস্কফোর্সের অভিযান পরিচালান করে। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ট্রলার বোঝাই কাপড়ের চালান সুরমা নদীর সাহেব বাড়ি ঘাটে জব্দ করে।


বিজ্ঞাপন

জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে শার্ট পিস ২৭১৮টি , প্যান্ট পিস ৪২১৬ মিটার, শাড়ি, ৯০ পিস , থ্রী পিস ২৩টি, থানা কাপড় ১৯১০.১১ মিটার , সোফার কাপড় ৩০০.৭৫ মিটার, চোরাচালানের কাপড় পরিবহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *