সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক খুন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের কানাইঘাটে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্তে বর্ডার গার্ ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধীনস্ত লোভাছড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহতের নাম শাহেদ মিয়া (২৫)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। শাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান।


বিজ্ঞাপন

শুক্রবার রাতে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক।


বিজ্ঞাপন

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের বরাত দিয়ে বিজিবি এক বার্তায় জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাটের লোভাছড়া সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় চোরাকারবারি ও ভারতীয় খাসিয়াদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। একপর্যায়ে খাসিয়াদের হামলার শিকার হন শাহেদ। সেখানেই মারা যান। পরে শাহেদের সঙ্গে থাকা বাকি সদস্যরা বাংলাদেশে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়।

বিজিবি জানায়, কানাইঘাট সীমান্তের ওপারে বাংলাদেশি এক যুবকের লাশ পড়ে থাকার বিষয়টি জেনে বিএসএফকে অবগত করে বিজিবি। বিএসএফের পাঠানো ছবি দেখে পরিবার নিশ্চিত করেছে লাশটি শাহেদের। পরে লাশটি উদ্ধার করে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

বিজিবি ১৯ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক হক জানান, কিভাবে শাহেদকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। শাহেদের মৃতদেহ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *