নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের করেছেন জাতীয় নাগরিক পার্টি’র মুখ্য-সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

গতকাল শনিবার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় একটি স্থানীয় রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি ও সমকালের কুমিল্লা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকালের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ইমরুল, আনন্দ টিভির দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মাহফুজ আহমেদ, এশিয়ান টিভির নেছার উদ্দিন, মোহনা টিভির ফখরুল ইসলাম সাগরসহ কুমিল্লা ও দেবিদ্বারের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও জাতীয় নাগরিক পার্টি’র স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের জাতির দর্পন বলা হয়। যারা সত্য প্রকাশে এগিয়ে আসেন, আল্লাহ তাদের সাহায্য করেন। ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার গণমাধ্যমকেক একটি বেড়াজালে আটকে রেখেছিলো। তারা গণমাধ্যমের বাক শক্তিকে চেপে ধরে ছিলো। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপন করছে।
অন্যায় দূর্নীতি দেশ ও জাতির সামনে উপস্থাপন করাই সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, জাতির বিবেক। সাংবাদিকরা চাইলেই একটি জাতির উন্নতি করতে পারে। তাদের মাধ্যমেই সকল স্থানের দূর্নীতি মানুষের সামনে প্রকাশ করা সম্ভব। সাংবাদিকরা নিজের জীবনের ঝুকি নিয়ে সত্য প্রকাশে এগিয়ে যায়। ”সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ”।