কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজিব তালুকদারের উপরে হামলা,ক্যামেরা ও গাড়ি ভাঙচুর

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি  :  ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৃত.আব্দুল মজিদ তালুকদারের পুত্র মো.রাজিব তালুকদার (সাংবাদিক) এর উপরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে  একই ইউনিয়নের মৃত.আলতাফ তালুকদারের পুত্র মো.জাহিদ হাসান জিয়া।


বিজ্ঞাপন

সূত্রে জানা যায় মো.জাহিদ হাসান জিয়া ও তার চাচাদের সাথে সাংবাদিক মোঃ রাজিব তালুকদারের পরিবারের সাথে দীর্ঘদিন জমি জমা নিয়ে মামলা মকর্দমা ও বিবাদ চলমান রয়েছে। গত ২৮/০১/২০২৫ ইং তারিখে অভিযুক্ত মো.জাহিদ হাসান জিয়া সাংবাদিক মো.রাজিব তালুকদারের পার্শ্ববর্তী চাচা মো.তোফাজ্জেল হোসেন তোকাব তালুকদারের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।


বিজ্ঞাপন

এই অগ্নিসংযোগ করার পর উল্টো আবার মো.রাজিব তালুকদার ও তার  চাচাদের ৬ জনকে বিবাদী করে কাঁঠালিয়া থানাতে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন যার প্রধান আসামি দেয়া হয়েছে মো. রাজিব তালুকদারকে।ঘটনার তারিখ ও সময়ে সাংবাদিক মো.রাজিব তালুকদার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে চিকিৎসা করছিল রবিবার ।৯ মার্চ  সকাল আনুমানিক ১০ টা ৪০ মিনিটের  সময় সাংবাদিক মো.রাজিব তালুকদার তার নিজ বাড়ি থেকে প্রাইভেট যোগে কাঠালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ পথিমধ্যে কৈখালী বাজারের কাজী অফিসের সামনের পাকা রাস্তায় প্রকাশ্যে মো.জাহিদ হাসান জিয়া সাংবাদিক মো.রাজিব তালুকদারের প্রাইভেট কার সিগন্যাল দিয়ে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।


বিজ্ঞাপন

এক পর্যায়ে প্রতিবাদ করিলে তাহাকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে হত্যার উদ্দেশ্য পূর্ব মাথায় আঘাত করার চেষ্টা করেও তার প্রাইভেট কারের পিছনের গ্লাসের ক্লিনার ভাঙচুর ও এশিয়ান টেলিভিশনের প্যানাসনিক একটি ক্যামেরা ভাঙচুর করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে প্রাণে রক্ষা করে।বর্তমানে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক মো. রাজিব তালুকদার চিকিৎসা অবস্থায় রয়েছে এবং কাঠালিয়া থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়।

উল্লেখ্য এই অভিযোগের বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসারদের মুঠোফোন তথ্য জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিব। অভিযুক্ত মো.জাহিদ হাসান জিয়ার ব্যবহারকৃত মুঠোফোনে ফোন দিয়ে উল্লেখ্য অভিযোগের বিষয় তথ্য জানতে চাইলে তিনি বলেন আমি রাজিবের গাড়ি থামিয়ে ওর সাথে কথা বলতে চাইছি এবং কথা বলেছি কিন্তু কোন মাইরধর করিনি ও আমার চাচতো ভাই।

সাংবাদিক মো.রাজিব তালুকদার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সরেজমিন ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে সচিবালায় বিট করছে। তিনি কাঠালিয়া উপজেলা প্রেসক্লাব, কাঁঠালিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। উল্লেখ্য এই বিষয়ে আইনি ব্যবস্থা না পেলে মানববন্ধন ও লাগাতার কর্মসূচি গ্রহণ করা নিয়েছে কাঁঠালিয়া প্রেসক্লাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *