ডা. সরওয়ারের করোনা প্রতিরোধে ফ্রী মেডিসিন বিতরণ ও মানববন্ধন

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনা এমন একটি মহামারি যা বিশ্বের ক্ষমতাশীল রাষ্ট্রকেও পর্যুদস্ত করে দিচ্ছে। এই মহামারির কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি তাই ঝরে পরছে মানব সমাজের অজস্র তাজা প্রাণগুলো! তবে ডা. এস এম সরওয়ার হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে নভেল করোনাভাইরাস প্রতিরোধে ৪ টি মেডিসিন খুজে বের করেছেন।
মেডিসিনগুলো হলোঃ ১/ ঝওখওঈঅ ১গ, ২/ অঘঅএঅখওঝ ১গ, ৩/ ঐঊচঊজ ঝটখচঐ ১গ, ৪/ খঊউটগ চঅখ ১গ.
যদি কেহ সুস্থ অবস্থায় এই ৪টি মেডিসিন সেবন করে করোনা সহ যে কোন ধরনের ভাইরাস শরীরে প্রবেশ করবেনা।
এই বিষয়কে সামনে রেখে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং করোনা প্রতিরোধে ফ্রী কেম্পেইনের মাধ্যমে সকলের কাছে করোনা প্রতিষেধক বন্ঠন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, সকল হোমিওপ্যাথি চিকিৎসকদের নভেল করোনাভাইরাস এর প্রতিরোধে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে ভয় নয়, সতর্কতা অবলম্বন করতে হবে।
তবেই আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশকে সফলতার সাথে মোকাবেলা করতে পারবো। আর যারা এখনো সুস্থ, করোনায় আক্রান্ত নয় এমন সকলকেই হোমিও এর এই ৪টি মেডিসিন সেবন করার পরামর্শ দিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *