ময়মনসিংহে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ, ১ মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‍্যাব

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি : র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল গতকাল রনিবার ৯ মার্চ, রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের ধলাবাজার সাকিনস্থ জনৈক সেলিম এর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  মাদক ব্যবসায়ী বাবুল (৫৫), পিতা: মৃত শহিদুল্লাহ বেপারী, মাতা: মৃত-কহিনুর বেগম, সাং-ধলাবাজার, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ‘কে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজার মূল্য ১,৫৭,৫০০ টাকা।এ ঘটনায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *