কক্সবাজার ( উখিয়া) প্রতিনিধি : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড,খলিলুর রহমান।

গতকাল সোমবার ১০ মার্চ, আনুমানিক দুপুর আড়াইটার সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ক্যাম্প-২০ এর হ্যালিপেড পরিদর্শন করেন।

পরবর্তীতে আনুমানিক সাড়ে তিন ঘটিকায় ক্যাম্প-৪ এক্স. সিআইসি অফিস ভিজিট করে ক্যাম্প এলাকা ত্যাগ করেন বলে জানা যায়।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এফডিএমএন ডিআইজি ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরীও সাথে ছিলেন বলে জানা গেছে।