করোনায় ঘরবন্দি ১৭০ কোটি মানুষ

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ এখন করোনাভাইরাসের আশঙ্কায় লকডাউন অবস্থায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ভাইরাসের কারণে বিভিন্ন দেশের সরকার প্রায় ১৭০ কোটি মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার পর্যন্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে মোট তিন লাখ ৭৮ হাজার ৬৭৯ জন। আর মারা গেছে ১৬ হাজার ৭৪৮ও বেশি মানুষ। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ এক হাজার মানুষ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারির আকার নেওয়া এই ভাইরাসটির সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছানোর সপ্তাহে প্রতি পাঁচ জন মানুষের মধ্যে এক জনকেই নিজ বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অথবা আহ্বান জানানো হয়েছে।
মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসটি প্রথম দৃশ্যমান হওয়ার পর ৬৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ায়। তবে সর্বশেষ এক লাখ আক্রান্ত হয়েছে মাত্র চার দিনে। এই তথ্য স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেছেন, আমরা অসহায় দর্শক হয়ে দাড়িয়ে থাকবো না।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *