নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে সফ্ট ড্রিংস তৈরি করার অপরাধে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নে মুক্তিবাগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। প্রথমে মেসার্স বাশার মোরব্বা ও সেমাই কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাত এবং ভুল ঠিকানা ব্যবহার করে সেমাই ও মোরব্বা তৈরির অপরাধে কারখানার মালিক আবুল বাশারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে মুক্তিরবাগ একই এলাকায় বাংলা ফুড এন্ড বেভারেজ লিঃ কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন।

এ সময় এই কারখানায় বিএসটিআই অনুমোদিত বাংলা ফুডের পরিবর্তে ট্যানো ট্যাং নামে মোড়ক পরিবর্তন করে পণ্য বাজারজাত ও প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভোক্তা অধিকারের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলার সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
অভিযানের ব্যাপারে বাংলা ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, আমরা ট্যানো নামে সফট ড্রিংক (ট্যাং) তৈরি করে নিজেদের নামে বাজারজাত করেছি।
প্রতিষ্ঠানটি বাংলা ফুড এন্ড বেভারেজের কাছ ক্রয় করার পর আমাদের নামে নাম পরিবর্তন করা হয়নি। তাই জরিমানা করেছে।বাসার মোরব্বা ও সেমাই কারখানার মালিক আবুল বাশার অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মোরব্বা তৈরির কথা স্বীকার করেছেন।