ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন,ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


বিজ্ঞাপন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান,সাধারণ সম্পাদক ডা.এসএম নাসির উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আসিফসহ আরও অনেকে।


বিজ্ঞাপন

বক্তারা ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুত সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।

এ সময় বিক্ষোভ মিছিলে যুব আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক,যুব আন্দোলনের সেক্রেটারি মো.নিয়াজ মোরশেদ,যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শেখ মো.জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিক্ষোব কর্মসূচি পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *