নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক শোকবাণীতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মাগুরায় ধর্ষণে নির্যাতিত শিশু আছিয়ার শিশু আছিয়ার মৃত্যু পুরো জাতির জন্য লজ্জাজনক।

এ জঘন্য ঘটনারসাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা নিহত শিশুটির জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সারাদেশে নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।