নিজস্ব প্রতিনিধি (নরসিংদী) : নরসিংদিতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধা’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল বুধবার ১২ মার্চ, নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত দুই বারের নির্বাচিত সাবেক এম.পি, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধা’র (৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উক্ত কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা, রায়পুরা, নরসিংদী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইঞ্জি: মো: আশরাফ উদ্দিন (বকুল) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অন্যতম উপদেষ্টা, আমরা বিএনপি পরিবার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ( নরসিংদী-৫) রায়পুরা উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং ২৪টি ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যানারে উল্লেখিত উপস্থিত দৃশ্যমান নেতৃবৃন্দ।