যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর নির্মম মৃত্যুর ঘটনায়  হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন’র দায়িত্বে অবহেলার অভিযোগ : ক্ষুব্ধ এলাকাবাসী 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি :  যশোরের অভয়নগরে আরিয়ান নামের দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ১০ টার সময় উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে বাড়ির উঠানে খেলার ছলে ওই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। নিহত শিশু আরিয়ান উপজেলার মাগুরা গ্রামের শামিম হোসেনের ছেলে।


বিজ্ঞাপন

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের আনা শিশুটির মামি রুবিনা বেগম জানান, আরিয়ানের বাবা সকালে কাজে চলে যায়। আরিয়ানের মা বড় মেয়েকে পাশের স্কুলে দিয়ে বাড়ি এসে আরিয়ানকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে শিশুটির পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

অপরদিকে উপজেলার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা (১০) নামের মেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রুকসানার পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে। তিনি বলেন আমরা হাসপাতালে পৌছানোর অনেক পর রোগীর কাছে ডাক্তার শোভন আসেন।


বিজ্ঞাপন

এসময় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল অবরোধ করে রাখে। এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন কর্তব্যরত ডাক্তার শোভনের ওপর চড়াও হয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। সাথে স্থানীয় লোকজনও ডাক্তারের ওপর চড়াও হয়ে সরকারি হাসপাতাল প্রাঙ্গনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্থানীয়রা জানান, যে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তার নাম ডা. শোভন বিশ্বাস, যার বিরুদ্ধে এর আগেও নানা ধরণের অভিযোগ রয়েছে। যার জন্য তাকে কয়েকবার হাসপাতাল থেকে বদলীও করা হয়েছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, দুইটি বাচ্চা হাসপাতালে পৌঁছানোর আগেই বাচ্চা দুইটির মৃত্যু হয়েছে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় ডা, শোভন বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে বলেন, বিষয়টি সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো ব্যপারটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *