নিজস্ব প্রতিবেদক : নগর গণপূর্ত বিভাগ, ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ এনে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণপূর্ত অধিদপ্তরের বৈষম্য বিরোধী ঠিকাদার, ছাত্র ও সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরাা

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম আজাদ ফ্যাসিবাদের অন্যতম দোসর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতনের ভাগনে। গত অর্থ বছরে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকাকালীন সময় কাউন্সিলর রতনকে পাঁচ কোটি টাকার কাজ পাইয়ে দেন। ছাত্র ও জনতার আন্দোলন দমাতে রতনকে অর্থ দেন আজাদ।

তারা আরও বলেন, আবুল কালাম আজাদ নগর গণপূর্ত বিভাগে নিয়ম নীতির তোয়াক্কা না প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে এলটিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন।
এভাবে শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য মহোৎসব হয়েছে যা কোনোভাবে থামছে না। অসংখ্য অভিযোগের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
সাধারণ ঠিকাদার, ছাত্র ও জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুম খন্দকার, জাবেদ পাটৌয়ারী, আরিফুর রহমান, ফখরুল প্রমুখ।