যশোরের অভয়নগরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি :  জাতীয় পরিচয়পত্র পরিসেবা সারা দেশের ন্যায় একযোগে নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে যশোর জেলার অভয়নগর উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের অংশ গ্রহনে নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন

এতে উপজেলা নির্বাচন অফিসার মো. শেখ তানভীর জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম কুমার পাল। এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

বক্তারা জানান, নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি সেবা সরানোর যে আলোচনা চলছে, তা সংবিধানসম্মত নয় এবং এতে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। তারা বলেন, ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়। বর্তমানে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, যা অন্য সংস্থার কাছে হস্তান্তর করা যায় না।

এনআইডি অন্য সংস্থার অধীনে গেলে ডাটাবেজ ম্যানিপুলেশন ও তথ্য ফাঁসের ঝুঁকি বাড়বে। নতুন অবকাঠামো ও জনবল তৈরিতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে। ভোটার তালিকা থেকে আলাদা হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা আরো বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর। তারা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান, যাতে ভোটার তালিকা ও এনআইডি সেবা যথাযথভাবে পরিচালিত হয় এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *