গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে  দুর্নীতির  প্রমাণ পেয়েছে গোপালগঞ্জ জেলা দুদক কার্যালয়।


বিজ্ঞাপন

আজ ১৭ মার্চ সোমবার গোপালগঞ্জ দুদক কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম টুঙ্গিপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফার গিমাডাঙ্গা গ্রামের বাড়িতে সরে জমিনে অভিযান পরিচালনা করার সময় দুর্নীতির প্রমাণ পেয়েছে।  গোপালগঞ্জ দুদক কার্যালয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা  তার ব্যক্তিগত বাড়ীতে সরকারী ৪টি স্ট্রিট লাইট স্থাপন করেছেন। প্রতিটি স্ট্রিট লাইট সেটের মূল্য প্রায় ৫০ হাজার হিসেবে ৪টির মূল্য প্রায় ২.০০ লক্ষ টাকা।


বিজ্ঞাপন

এছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জ অফিস হতে উপজেলা পরিষদের তৎকালীন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ব্যক্তিগত বাড়ীতে বিগত ২৯-১১-২০১৭ তারিখে ৩১,১০,৫১৯/- টাকা ব্যয়ে রিভার্স অসমোসিস (অরও) প্ল্যান্ট নির্মাণ করে দেয়া হয় যা স্পষ্টত ক্ষমতার অপব্যবহার।


বিজ্ঞাপন

সরাকারী টাকায় ব্যক্তিগত বাড়ীতে আরও প্ল্যান্ট স্থাপন ও স্ট্রিট লাইট স্থাপনের ঘটনার সাথে উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জের সংশ্লিষ্ট প্রকৌশলী ও পিআইও দপ্তরের প্রকৌশলীগণ জড়িত রয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  প্রতিবেদন দুদকের  প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। এ ছাড়াও তার বিরুদ্ধে মসজিদের নামে বরাদ্দকৃত টাকা ও  এসি বিক্রয় করে আত্মসাতের অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *