
নিজস্ব প্রতিবেদক : দাতব্য কাজ করতে আস সুন্নাহ ফাউন্ডেশন এর সাথে চূড়ান্ত স্বাক্ষর শীর্ষস্থানীয় অর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি । বর্তমান তথ্যের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে অনেক চূড়ান্ত দলিত হয়।
বিজ্ঞাপন
চূড়ান্ত পথ , প্রাইম ‘সাদাকাহ জাহিয়াহ’ অ্যা ডিসেন্ট মাধ্যামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে। মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে , যা ইসলামি শরীয়াহ অধিকার এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য অর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্দেশিত সময় ও নীতিমালার ভিত্তিতে আস সুন্নাহ ফাউন্ডেশন – এ প্রদান করা হবে। ফাউন্ডেশন এই তহবিলকে শুধুমাত্রা দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যায়ের নিশ্চয়তা প্রদান করবে , যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইম ব্যাংক পিএলসি।- এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো . নাজিম এ . চৌধুরী এবং আস সুন্নাহ ফাউন্ডেশন – এর জেনারেল সেক্রেটারি মো. সাবির আহমেদ নিজের প্রতিষ্ঠানের সামনের অংশে করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস জানতে সৈয়দ ইবনে শাহরিয়ার ; আস সুন্নাহ ফাউন্ডেশন হেড অব্যা ডিসকাউন্ট হাফিজুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন অফিসাররা।
Post Views: 76