শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর এবার শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ !

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সিলেটের  সুনামগঞ্জের শাল্লায় মায়ের সামনেই পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার পর ফের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জের শাল্লা থানায় দুই ধর্ষণ চেষ্টাকারীর নামে লিখিত অভিযোগ করেন ভিকটিম গৃহবধু।


বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন , উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের মৃত রুন্ড মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০), একই গ্রামের মৃত উসমান গণির ছেলে জিলানী (২৫)। মঙ্গলবার শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় দুইজনের নামে রোববার ভিকটিম গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন।


বিজ্ঞাপন

ভিকটিম গৃহবধু জানান, নিজ বাড়ির পাশে গেল শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে শাল্লার শশারকান্দা গ্রামের মাসুক ও তার সহযোগি জিলানী গৃহবধুকে কলাবাগানে জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। ওই সময় গৃহবধুর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষণ চেষ্টাকারীরা কৌশলে কলাবাগান থেকে সটকে পড়ে।


বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার শাল্লার পুটকা গ্রামের বখাটে মানিক লাল দাস ওই গ্রামের পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশু কন্যাকে তার মায়ের সামনেই ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।

সালিশিদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার আইনি সহায়তা নিতে ব্যর্থ হওয়ার প্রতিবেদন বিভিন্ন অনলাইন নিউজ পোল্টাল ও জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকার প্রিন্ট ভার্সনে প্রকাশের পর থানার ওসি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা নিলেও অভিযুক্ত আসামি থানা পুলিশের কাছে এখনো অধরাই রয়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *