রাজশাহীস্থ নাটোর জেলা সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি- কাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক- প্রকৌ. জুনায়েদ আহমেদ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহীস্থ নাটোর জেলা সমিতির ২০২৫-২০২৭ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক কাজী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএসটিআই এর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌ, জুনায়েদ আহমেদ।


বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতি- অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান সরকার, অধ্যাপক মোঃ গোলাম হোসেন প্রামাণিক, এ্যাড. কে.এম ইলিয়াস, অধ্যাপক মোঃ আব্দুস সামাদ মন্ডল, মোঃ গোলাম কামরান, এ্যাড. আবু মোত্তালেব বাদল, মোঃ হাসান আখতার ও মোঃ আব্দুল মোত্তালিব: যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমির হোসেন ও অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক- মোঃ নাজমুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রতন, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ড. এফ.এম আলী হায়দার, সহকারী শিক্ষা ও প্রকাশনা সম্পাদক- ড. সুশান্ত কুমার কুন্ডু, শিল্প ও সমাজকল্যাণ সম্পাদক- অঞ্জনা সরকার, দপ্তর সম্পাদক- মিসেস শিরীন শরীফ, সহ দপ্তর সম্পাদক- নাসিমা খাতুন, প্রচার সম্পাদক- মানিক চন্দ্র প্রামাণিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ময়েন উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য- মোঃ শাহাদত হোসেন, মোঃ আকবর আলী খান, নূর-এ-আলম সিদ্দিকী, মোঃ আব্দুল মান্নান (নিপুণ), মোঃ সিরাজুল হক সরকার, মোঃ আব্দুল কুদ্দুস কাজী ও মোঃ আনিসুর রহমান।


বিজ্ঞাপন

নাটোর জেলা সমিতি, রাজশাহীর সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ডাঃ বিকে দাম এবং ০৩ সদস্যবিশিষ্ট নির্বাচন সার্চ কমিটির সদস্যবৃন্দের স্বাক্ষরে উক্ত ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়, যাতে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার খ্যাতনামা ব্যক্তিবর্গ রয়েছেন।


বিজ্ঞাপন

নাটোর জেলা সমিতি, রাজশাহীর উক্ত কমিটি নাটোর তথা রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সেই সাথে সমিতিকে গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *