মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান এর সাথে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাংবাদিকগণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ প্রেসক্লাব জিপিসির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপস্থিতক্লাবের সদস্যরা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিবার্হী কর্মকর্তা সাক্ষাৎকালীন আলোচনায় ভালো কাজগুলোয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গঠনমূলক সমালোচনা করতে উৎসাহিত করেন।

এম. রকিবুল হাসান গত ১৯ডিসেম্বর ২০২৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় নির্বাহী অফিসার পদে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন সাংবাদিক পক্ষে নেতৃত্ব দেন।
এ সময় ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোজাহার হক বাবলু, সহ-সভাপতি দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ও আজকের দেশ.কম এর বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুর রশিদ চৌধুরী, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, ক্লাবের অর্থ সম্পাদক ও প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব উর রহমান, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ চন্দ্র বিশ্বাস সহ সাংবাদিক বিল্লাল হোসেন, আবির হোসেন, হুসাইন আকরাম ও শুভ জিত প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালীন আলোচনায় ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু নিবার্হী কর্মকর্তার সকল ভালো উদ্যোগগুলোয় সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজের ব্যাপক প্রচারের বিষয়ে আশ্বস্ত করেন। মতবিনিময় শেষে নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।