মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল নড়াইল জেলা বিএনপি’র বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ রবিবার ২৩ মার্চ, বিকেলে নড়াইল প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক (পিপি)।

এসময়,সকলের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন,প্রেসক্লাবের সদস্য সচিব মো.মাহাবুবুর রশিদ (লাবলু) ক্লাবের জেষ্ঠ্য সদস্য কার্ত্তিক দাস,কাজী হাফিজুর রহমান,মো.তারিকুজ্জামান লিটু (এডিশনাল পিপি),খায়রুল আরেফিন রানা,মোস্তফা কামাল,মো.আজিজুর রহমান,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আলী হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাহাবুব মোর্শেদ জাপল প্রমুখ। সভার সঞ্চালনা করেন,সাংবাদিক মুন্সি আসাদুর রহমান ও সাংবাদিক আল আমিন।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন,সাংবাদিক’রা সমাজের দর্পণ,সমাজের যত অনাচার,অত্যাচার,সামাজিক অনৈতিক কর্মকান্ড,মাস্তানী,চাঁদাবাজি তাদের লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেন। যে কারণে সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে। তিনি আরো বলেন, অর্থনৈতিক নিরাপত্তা না থাকলে সাংবাদিকতা দুর্নীতির ঝুঁকিতে পড়ে।
সাংবাদিকদের কোনো দল নেই,নির্দলীয় ভাবে সাংবাদিক’রা সত্য সংবাদ প্রচার করবে বলে আমি বিশ্বাস করি। বিগত সময়ে স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের মার মুখি তান্ডব ও তাদের কর্মকান্ডে সাংবাদিক’রা অনেক সময় সত্য সংবাদ প্রচার করতে পারেনি তবে এখন সত্য সংবাদ প্রচার করতে আর কোনো বাধাঁ নেই বলেও জানান।
আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।