মোঃ সাইফুর রশিদ চৌধুরী : যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২১ মার্চ, জুম্মার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বেসামরিক নারী শিশু ও আপামর সাধারণ জনগনের উপরে ইসরাইলের বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের বিক্ষুব্ধ মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা সোচ্চার কন্ঠে ইসরাইলের নেতানিয়াহু ও তার সরকার নিরিহ ফিলিস্তিনের নারী শিশু ও জনগণের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ করেন। সমাবেশ থেকে ইসরাইলের উৎপাদিত পণ্য বয়কটের অনুরোধ করেন।

যাদের বিক্রয় কেন্দ্রে ইসরাইল সম্পৃক্ত কোনো পন্য পাওয়া যাবে সে সমস্ত বিক্রয় কেন্দ্রে সবাইকে কেনাকাটা না করতে অনুরোধ জানান হয়। যার যার অবস্থান থেকে দোয়া, সমবেদনা ও প্রতিবাদে সোচ্চার হবার আহবান জানান।
বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। জাতিসংঘের কাছে এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সমুচিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ শুরু হয় দুপুর ২ টায় গোপালগঞ্জ লঞ্চঘাট মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান ইমাম ও খতিব গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসা।