এলজিইডির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান কর্তৃক  অধিদপ্তরের একাধিক পদ দখলের অভিযোগ :  সৎ মেধাবী ও যোগ্য  প্রকৌশলীদের পদোন্নতিতে বাঁধা 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মহা ক্ষমতাধর নির্বাহী প্রকৌশলী একাই অধিদপ্তরের একাধিক পদ দখল করে আছেন। তার অদৃশ্য ক্ষমতার কাছে এলজিইডির সৎ যোগ্য ও  মেধাবী প্রকৌশলীরা পদোন্নতি না পেয়ে হয়ে পড়েছেন অসহায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মহা ক্ষমতাধর নির্বাহী প্রকৌশলী একাই অধিদপ্তরের একাধিক পদ দখল করে থাকায় এলজিইডির প্রধান কার্যালয়ে চলছে আলোচনা ও সমালোচনা। যে কোন মুহুর্তে উল্লেখিত ঘটনা নিয়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। এ বিষয়ে এলজিইডিতে বিরাজ করছে চরম অসন্তোষ।


বিজ্ঞাপন

আতাউর রহমান অনেক আগে থেকেই মেকানিকাল সেকশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন । তিনি মেকানিকাল ইন্জিনিয়ার হয়ে সিভিল ইঞ্জিনিয়ারের পদ তথা ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প ও মেহেরপুর জেলা দুটি পৌরসভা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়েছেন।


বিজ্ঞাপন

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী বলেন, এলজিইডিতে অনেক সৎ মেধাবী সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন। অনেকে কাজ ছাড়া বসে আছে। অথচ মেকানিকাল ইন্জিনিয়ার কে সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, আতাউর রহমান এখন এলজিইডিতে বিএনপির ঠিকাদার সেজেছেন। বিএনপির নাম ভাঙিয়ে একসাথে তিন পদ দখল করেছেন। আবার তিনি এল কে এস এস-এর অর্থ বিষয়ক পরিচালক। এল কে এস এস-এ একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন।

অথচ বিগত আওয়ামী লীগের শাসনামলে এলজিইডিতে তিনি ছিলেন বড় সুবিধাভোগী। বঙ্গবন্ধুর চেয়ে বড় বাঙালি আর শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার সাজার চেষ্টা করতেন। শোক দিবস পালনে কালো ব্যাজ ধারণ করে সবার আগে থাকতেন। আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সরব উপস্থিতি ছিল তার। এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর আতাউর রহমানের বিএনপি সাজার অভিনয় দেখে সবাই অবাক হচ্ছেন।

এলজিইডির মেকানিকাল সেকশন হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেকশন। এই সেকশনে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন কালের শুরু থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। সম্প্রতি গোপনে পুরাতন লিফট বিক্রি করে দেওয়ার বিষয়টি ধরা পড়লে, কতৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কিন্তু নব্য বিএনপি আতাউর রহমানের প্রভাবের কারণে তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি।

আতাউর রহমানের ক্ষমতার উৎস, অনিয়ম দুর্নীতি ও সম্পদের অনুসন্ধানে আজকের দেশ ডটকম এর অনুসন্ধানী টিম তাদের তদন্ত অব্যাহত রেখেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *