নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : ফিলিস্তিনের গাজাবাসীর ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, গণহত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে শরণখোলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ২১ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর রায়েন্দা কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। মিছিলটি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ইসলামী আন্দোলন শরণখোলা শাখার সভাপতি মাস্টার মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন শরণখোলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন শরণখোলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুসা সাইফ ও সংগঠনের নেতা মাওলানা আমির হামজা।
বক্তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে গাজার নিরস্ত্র মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি ভারতের নাগপুরে মুসলমানদের ওপর চলমান নির্যাতনেরও নিন্দা জানান তারা।