নরসিংদীর রায়পুরায় আওয়ামীলীগ ও বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ২

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (নরসিংদী)  :  নরসিংদীর রায়পুরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার  ২১ মার্চ  সকালে রায়পুরা উপজেলার দুর্গমচরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে।নিহতরা হচ্ছে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র আল-আমিন (২৩) এবং একই গ্রামের আব্দুল বারেক হাজীর পুত্র আবুল বাসার (৩৫)। নিহতরা উভয়ই চাঁনপুর ইউনিয়নের বাসিন্দা ।


বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায় চাঁনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে হাজী সামসু মেম্বারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে  শেখ হাসিনা সরকারের পতনের পর হাজী সামসু এবং তার সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে।


বিজ্ঞাপন

এরই জের হিসেবে শুক্রবার সকালে উভয়ের মধ্যে এক বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আল-আমিন ও আবুল বাসার ঘটনাস্থলেই মারা যায় এবং উভয়পক্ষের অন্তত ১০ ব্যক্তি মারাত্বকভাবে আহত হয়। আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন

এব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম ও সামসু মেম্বার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে আমি জেনেছি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *