নিজস্ব প্রতিবেদক : “সিটিজেন ইনিশিয়েটিভ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি এক বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। আমরা মনে করি, এই সিদ্ধান্ত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনগণের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।

এছাড়া, সিআই উদ্বিগ্ন যে, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অংশ ও কিছু জুলাই বিপ্লব নেতার মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর সঙ্গে। এসব গোপন যোগাযোগ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সেনাবাহিনীর একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের পথ রুদ্ধ করতে পারে।

সিটিজেন ইনিশিয়েটিভ স্পষ্টভাবে বলছে—গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এবং ন্যায়বিচার থেকে আওয়ামী লীগকে রক্ষা করার যেকোনো প্রচেষ্টা জনগণের আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই—আওয়ামী লীগকে দায়বদ্ধ করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে, দলটিকে একটি অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করতে এবং রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো, আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি।
সিটিজেন ইনিশিয়েটিভ জোর দিয়ে বলছে—ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, কোনো আপস বা বিলম্ব গ্রহণযোগ্য নয়”।
শুভেচ্ছান্তে, তাইয়িব আহমেদ সেক্রেটারি সিটিজেন ইনিশিয়েটিভ পিএইচডি ক্যান্ডিডেট ও ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি ড. হাসান মাহমুদ চেয়ারম্যান সিটিজেন ইনিশিয়েটিভ সহকারী অধ্যাপক নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কাতার
সিটিজেন ইনিশিয়েটিভ : দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবীদ ও পেশাজীবীদের সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। গনতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন, এই স্লোগানকে সামনে রেখে গত ১২ই জুলাই ২০২৩ সাল থেকে রাজনীতিতে সততা, জবাবদিহিতা, ও গণতান্ত্রিক চর্চা, এবং রাষ্ট্রে ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রয়াসে একটি সিভিল সোসাইটি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ বা সি আই। বিস্তারিত জানতে চোখ রাখুন – https://www.facebook.com/citizeninitiative.ci