কুমিল্লার  বুড়িচংয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটি বাতিল ও অধ্যক্ষ আবু তাহেরকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় সাধারণ জনতা ও এলাকাবাসী।


বিজ্ঞাপন

(২২ মার্চ ২০২৫) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম।বক্তব্য রাখেন তাজুল ইসলাম,মহিবুর রহমান বাবুল তসিলদার, মারুফুর রশিদ।এসময় উপস্থিত ছিলেন মো: মানিক মিয়া,মো: সুমন,মো: নাছির,মো:রাসেল,মো:শাহআলম,মো: মোস্তাক
মো:আমিন,মো:মামুন,মো:কাদির মিয়া,মো:আবিদ আলী,মো:জজু মিয়া,মো: আবু কালাম,মো:পাবেল,ফজলে রাব্বি সহ আরো অনেকে।


বিজ্ঞাপন

এসময় তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি’র অধ্যক্ষ আবু তাহের সে একটি দলের সাথে যুক্ত রয়েছে।তাই সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে প্রবেশ করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিতে পদ-পদবীতে বহাল রেখে তাকে কিভাবে সভাপতি বানানো হলো তা আমার বোধগম্য নয়।৫১ বছর ধরে স্কুলের কোনো কাজে আসে নাই।অতীতে স্কুলের কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি বরং বর্তমানে সে রাজনীতি করার জন্য এই স্কুলে সভাপতি হয়ে এসেছে। তাই গ্রামের সাচেতন মানুষেরা মেনে নিতে পারছে না। এই গ্রামে আরও যোগ্য ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রাখা ব্যক্তিদের কেন কমিটিতে আনা হলো না ? খুব দ্রুত তাকে অপসারণ করে নতুন কমিটি ঘোষণা করা হোক। ৭ দিনের মধ্যে অপসারণ না করলে আরও বড় কর্মসূচির আয়োজন করা হবে।

মহিবুর রহমান বাবুল তসিলদার বলেন, এই স্কুলে যে কমিটি ও সভাপতি দেওয়া হয়েছে তা আমাদের এলাকার কারো সাথে আলোচনা করা হয়নি। আমাদের গ্রামের আরও ৪ জনের যোগ্য ব্যক্তির নাম পাঠানোর পরেও আবু তাহের তার রাজনৈতিক প্রভাব দেখিয়ে এডহক কমিটিতে সভাপতি পদ নিয়েছে। আমরা তিব্র-নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে কমিটি ও সভাপতিকে অপসারণ করে আবারও কমিটি গঠন করা হোক। তখন তারা প্রশাসন ও শিক্ষা উপদেষ্টার নিকট দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ আবু তাহের বলেন, উদ্ধর্তন ব্যক্তিবর্গরা স্কুলে দায়িত্ব পালনে আমাকে যোগ্য মনে করেছে তাই তারা আমাকে সভাপতি বানিয়েছে।

এ বিষয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সফিকুল ইসলাম বলেন,মানববন্ধন বিষয়ে আমি কিছুই জানি না, স্কুল বন্ধ আমি ছুটিতে আছি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার বলেন,স্কুলের পক্ষ থেকে এডহক কমিটির জন্য ৪ জনের নামের তালিকা আমার কাছে আসে।পরবর্তীতে নামের উদ্ধর্তন কর্মকর্তাদের নিকট পাঠানোর হয় এবং শিক্ষাবোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *