নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার দাখিল মাদ্রাসা মাঠে ইফতার পূর্ব আলোচনা সভা , দোয়া মাহফিলে শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনজীবীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

দলের উপজেলা শাখার সভাপতি মু.নুরুদ্দিনের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, অতিথি মাওলানা মঈন উদ্দিন,তাজুল ইসলাম,শাহ জাহান আহমদ, ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি কামরুল হাসান।
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সহ সভাপতি এম সালমান আহমদ সুজন, দেলোয়ার হোসাইন,হাফিজ মুহিবুর রহমান,হাফিজ জুনাইদ আহমদ প্রমুখ।