ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে  প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে।


বিজ্ঞাপন

জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান।

পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে। পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার।

পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা করেছে আসাদুল (১১) নামের এক শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার  (২২ মার্চ) রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *