পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা দিয়ে ২০ হাজার টাকা দিয়ে মানব পাচার : বিজিবি’র হাতে আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : গতকাল শনিবার  ২২ মার্চ  বিকাল ৩ টার সময়  রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনবিঘা করিডোর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক আজ রবিবার  ২৩ মার্চ’ সময় আনুমানিক বিকাল ৩ টায়  নিয়মিত তল্লাশী চলাকালে সন্দেহজনক ভাবে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে মোঃ জয়নাল আবেদীন (৩৫), (মানব পাচারকারী) পিতাঃ আজিজুল হক, গ্রামঃ শালদলী, থানাঃ পাটগ্রাম, জেলাঃ লালমনিহাট সে শ্রী ধ্রুব (১৭), পিতাঃ শ্রী দীপক, গ্রামঃ কননাই, পোস্টঃ হাবিপবি, থানা+জেলাঃ দিনাজপুরকে ২০,০০০ (বিশহাজার) টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করার জন্য নিয়ে আসে এবং বিজিবি কর্তৃক চেকপোস্টে আটক হয়।


বিজ্ঞাপন

উক্ত বিষয়গুলো বহুদিন থেকে এই দহগ্রাম আঙ্গোরপোতা দিয়ে মানব পাচার হয়ে আসছে, এই মানব পাচার একটি নাম ব্যবহার করে সেই নাম হচ্ছে টেংড়া নামে পরিচিত। এখানে বিশাল একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চোরাকারবারি হতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ত্রাস কারি বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন অপকর্ম করে আবার এদিক দিয়েই পার হয়ে ইন্ডিয়ায় যায় বলে জানা যায়। উক্ত আসামীদ্বকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *