তিন সদস্যর বিশিষ্ট কমিটি গঠন : সুন্দরবনে আগুন: নতুন করে গুলিশাখালীতে আগুন লেগেছে

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট)  :  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বার বার ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। এতে পুড়ছে বিস্তীর্ণ বনভূমির গাছপালাসহ বিভিন্ন লতা-গুল্ম। প্রতি বছরই আগুন লাগছে। গত ২৩ বছরে অন্তত ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে। আগুন লাগার পর কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন

তদন্ত প্রতবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। ফলে থামছে না সুন্দরবনে অগ্নিকান্ড। রবিবার বেলা ১২টায় গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় নতুন করে বনে আগুন লেগেছে।


বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আবারো আগুন লেগেছে। কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। প্রায় ৪ একর বন পুড়ে গেছে।


বিজ্ঞাপন

শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ। বাগেরহাট, মোরেলগঞ্জ শরণখোলা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।

এদিকে, সুন্দরবনে আগুনের কারণ ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কলমতেজীর ক্যাম্পে আগুন লাগার পরে রবিবার বেলা ১২টায় গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় নতুন করে বনে আগুন লেগেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *