নিজস্ব প্রতিবেদক : কর্মীদের বেতন বণ্টন এবং এক্সক্লুসিভ ব্যাংকিং সেবা গ্রহণ করতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করেছে অসকার বাংলা কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঈশ্বরদীতে অসকার বাংলা কোম্পানির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায়, অসকার বাংলা কোম্পানিকে নিরাপদ ও কার্যকর পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কর্মীদের সময়মতো বেতন বণ্টন সেবা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। এছাড়াও অসকার বাংলা কোম্পানি লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের কাছ থেকে ঋণ, ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক পরামর্শ সেবা সহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এই অংশীদারিত্ব অসকার বাংলা কোম্পানির প্রশাসনিক কাজ কমাবে এবং বেতন বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং অসকার বাংলা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শা সি জুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি.-এর ভিপি এবং হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ভিপি এবং হেড অব নর্থ রিজিওন মো. আব্দুল হালিম; এসএভিপি এবং হেড অব ব্রাঞ্চ রেজাউল করিম; পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং অসকার বাংলা কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার জ্যাকি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্ব মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে দক্ষতার সাথে আর্থিক সল্যুশন এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা সরবরাহ করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।