ভয়ের রাজ্যে ‘অচিনপুর’: ভূতুড়ে রোমাঞ্চ বাড়াতে এয়ারটেলের বিশেষ প্যাক

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার  ২৪ মার্চ, এক দশক আগে ভৌতিক গল্পপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল এয়ারটেল-এর প্রযোজনায় ‘ভূত এফ এম’। তারই ধারাবাহিকতায় পুরোনো রোমাঞ্চ নতুনভাবে ফিরেছে ভূত.কম-এর উপস্থাপনায় ‘অচিনপুর’, হন্টেড বাই এয়ারটেলে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত- ঘড়িতে ১০:৫৯, যখন ব্যস্ত সপ্তাহ শেষে ছুটির আমেজ শুরু, ঠিক তখনই ডাক আসে অচিনপুরে। যেখানে একবার প্রবেশ করলে ফিরে আসা সহজ হয়না। এখানে পুরনো বন্ধুরা আবারো মিলিত হয়, ঘুরে বেড়ায় চেনা-অচেনা মুখ।


বিজ্ঞাপন

তারা চলে গেলেও রয়ে গেছে তাদের অস্তিত্ব। তাদের অস্তিত্বের পথ ধরে থেকে যায় ভয়। সেইসকল শিহরণ জাগানো অনুভূতি আবারো সবার জন্য নিয়ে এসেছে এয়ারটেল।


বিজ্ঞাপন

এছাড়া ভৌতিক স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও জমজমাট করতে, এয়ারটেল নিয়ে এসেছে দুটি স্পেশাল হরর প্যাক। মাত্র ২৯ টাকায় ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড ইউটিউব। প্যাকটি পেতে ডায়াল করুন *৪°০২৯৪ এবং ৩০ দিনের জন্য মাত্র ১৭৯ টাকায় আনলিমিটেড ইউটিউব পেতে ডায়াল করুন *৪°১৭৯৪। অফারগুলো মাই এয়ারটেল অ্যাপেও প্রযোজ্য।

ভূতের গল্প, ভয় আর রোমাঞ্চের জন্য এয়ারটেল বাজ এবং ভূত এফএম.কম-এর সাথে থাকুন, আর হারিয়ে যান অচিনপুরের রহস্যময় দুনিয়ায়। পুরো কনটেন্ট দেখতে ক্লিক করুন: https://youtu.be/vu5igfWrRVM

রবি সম্পর্কে : রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *