নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটে নওমুসলিম (সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহনকারি) পরিবারের সদস্যরা ঈদ উপহার পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় নওমুসলিম পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার পৌছে দেয়া হয়।
কুলাউড়ায় দক্ষিণ লংলায় রাশিয়া সমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জকিয়া বেগম এতিমখানা ছাত্রাবাসে রোববার ইফতার ইফতার পূর্ব আলোচনা সভা শেষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী, উপজেলার সুশীল সমাজের মানুষজনের উপস্থিতিতে নওমুসলিম তিন পরিবারের হাতে উপহার তুলে দেয়া হয়।

ঈদের নতুন পোষাক সহ তিন পরিবারের পক্ষে ঈদ উপহার গ্রহন করেন নওমুসলিম মোঃ জালাল উদ্দিন,মোঃ আব্দুল্লাহ,মায়া বেগম।
ইফতার পুর্ব আলোচনায় সভায় সাংবাদিক এম মোক্তাদির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব রুবেল খান।
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দ্যা ডেইলি কান্ট্রি টুডে’র সিলেট ব্যাুরো চীফ সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, (অব. চাকরিজীবী) আব্দুর রহমান খান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, পাল্লা কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক আব্দুস শহীদ,সাংবাদিক এ,কে, এম, জাবের, রুবেল বখস পাভেল, সামসু দ্দীন বাবু প্রমুখ।