মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১ এর বধ্যভূমিতে সকাল ১০:৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এরপর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ পৌর প্রশাসক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জেলা ফায়ার সার্ভিস, জেলা আনসার ও ভিডিপি, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করা হয়। এর পরে ৭১এর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বেলা ১১:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বিএনপির অহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফ রফিকুজ্জামান, সহরকারি জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বিশ্বজিৎ পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, শহীদ বীর মুক্তিযোদ্ধা মান্নানের পুত্র মোঃ জাহিদ প্রমূখ।