নিজস্ব প্রতিনিধি (যশোর) : বৈষম্যবিরোধী আন্দোলনে বেনাপোল ও ঝিকরগাছায় দুই শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মঙ্গলবার(২৫ মার্চ) সকালে এ দু পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী পৌঁছেদেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাত ।

এদিন প্রথমে ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামে শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের পরিবারে ও পরে বেনাপোল শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।
এ সময় ডাক্তার রিফাত জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় যশোর জেলার ঝিকরগাছা ও বেনাপোলের শহীদ বীরদের ২ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।