নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সীমান্ত নদী জাদুকাটায় পাড় কেটে খনিজ বালি চুরি কান্ডে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও), নির্বাহী ম্যাজিষ্ট্রেট এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর সহ তিনকে জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার উওর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের আশ্রাফুল (২৮) , দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নার বন্দ গ্রামের বিল্লাল চাঁন মিয়া (২৫)।
সীমান্ত নদী জাদুকাটার ঘাগটিয়া, শিমুল বাগান সংলগ্ন নদীর পাড় কেটে খনিজ বালি চুরির সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
এরপর দুটি পৃথক মামলায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর ব্যাতিত অপর দুই গ্রেফতারকৃর নিকট থেকে ভ্রামামাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার করে ১ লাখ টাকা অর্থদন্ড জরিমানা আদায় করে মুছলেখা রেখে তিন গ্রেফতারকৃতকে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও),নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম।