টেকসই উন্নয়নের পথে গলাচিপা  : ভিবিডি’র কর্মশালায় নতুন প্রতিশ্রুতি

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও সুনাগরিকত্বের লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)’-এর বিশেষ কর্মশালা ও প্রশিক্ষণ ক্যাম্প।


বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলার সাফল্যের ধারাবাহিকতায় গলাচিপায় এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও সু-শাসনের চর্চা বাড়ানো। অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়, পাশাপাশি ডিজিটাল লিটারেসি ও যোগাযোগ কৌশলের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। হাতেকলমে সেশনে তরুণরা সরাসরি কমিউনিটির সমস্যা চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরি করেন।


বিজ্ঞাপন

সাদিয়া আফরিন তামান্না কর্মশালায় তার বক্তব্যে বলেন, “তরুণদের মাঝে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য। গলাচিপার যুবশক্তি আজ শিখেছে কীভাবে নিজেদের মেধা ও সময়কে জাতীয় উন্নয়নে নিয়োজিত করতে হয়।”


বিজ্ঞাপন

কর্মশালায় অংশ নেওয়া গলাচিপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার বলেন, “এই প্রশিক্ষণ শুধু দক্ষতা বাড়ায়নি, আমাদের মধ্যে আত্মবিশ্বাসও তৈরি করেছে। এখন আমরা স্থানীয় পর্যায়ে একটি ক্যাম্পেইন চালু করতে চলেছি।”

কর্মশালাটির পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিবিডি পটুয়াখালী জেলার জেনারেল সেক্রেটারি মো: শাকিল এবং প্রোজেক্ট ইনচার্জ সিয়াম রহমান। মো: শাকিল জানান, “তরুণরাই সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের দক্ষতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে আমরা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাব।” অন্যদিকে, সিয়াম রহমানের মেন্টরশিপে প্রশিক্ষণার্থীরা শিখেছেন কীভাবে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সামাজিক প্রকল্প বাস্তবায়ন করা যায়।

ভিবিডি পটুয়াখালীর পক্ষ থেকে জানানো হয়, গলাচিপা উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। আগামী মাসে এখানে শুরু হবে মাসিক কমিউনিটি ডায়ালগ ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প। পাশাপাশি, জেলার অন্যান্য উপজেলায় এই কার্যক্রম প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে জাগো ফাউন্ডেশন। ভিবিডির পক্ষ থেকে তরুণদের Empowerment-এ জাগো ফাউন্ডেশনের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের সংগঠিত করাই নয়, বরং জাতীয় উন্নয়নের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করার একটি মডেল। দক্ষ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে টেকসই সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটির এই কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তথ্যসূত্র ও যোগাযোগ : – ভলান্টিয়ার ফর বাংলাদেশ – পটুয়াখালী জেলা শাখা – ইমেইল: seeam.rahman@vbd.com.bd | মোবাইল: 01650078947


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *