এথিস্ট ইন বাংলাদেশ’ প্রকাশকসহ ১৬ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিনিধি  :  গতকাল ২৪শে মার্চ ঢাকার চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে মিরপুর থানার অধীনে আমলী আদালতের ৩৭ নং মজলিসে জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুজ্জামান “এথিস্ট ইন বাংলাদেশ” নামক ওয়েবসাইটের প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে মোঃ ফজলুল হক কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন।


বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, এই ম্যাগাজিন এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মিরপুর থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্তের এবং প্রাথমিক তথ্য বিবরণী জমা দেবার নির্দেশ দিয়েছেন।


বিজ্ঞাপন

মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা উক্ত অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ ১৬ জন। মামলার নম্বর–সি.আর-৩২৭/২০২৫ বলে জানা গেছে আদালত সূত্রে।


বিজ্ঞাপন

আসামীদের মধ্যে অন্যান্যরা হলেন–মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মাদ শামীম আল মামুন, জুবায়ের আহমেদ, এমডি জাকির হোসাইন, মিজানুর রহমান, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, শাহরিয়ার এমডি নাফিস খান, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, মুহাম্মাদ জাকির হোসাইন, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মহিউদ্দীন মিয়া, আবুবকর সিদ্দিক, মোহাম্মাদ হাসান আহমেদ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া বলেন, “এই ধরণের অভিযোগ গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি এবং কঠোরভাবে এইসব অপরাধ আমরা দমন করবো তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।

এথিস্ট ইন বাংলাদেশ এর প্রকাশক মোহাম্মাদ মোশাররফ হোসাইনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উনি এ-ব্যাপারে কোনো মতামত জানাতে অস্বীকৃতি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *