ঈদে বিডি টিকেটসে ২০ লাখ বাস টিকেট : নেই বাড়তি কোনো চার্জ 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  বছর ঘুরে আবার এলো ঈদ। আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস এবারও নিয়ে এসেছে স্পেশাল বাস টিকেট অফার। যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে বাড়তি কোনো চার্জ নেওয়া ছাড়াই ২০ লাখের বেশি টিকেট বিক্রি করবে বিডিটিকেটস। ফলে বাড়ি যাওয়ার টিকেট পেতে দীর্ঘ লাইনে দাড়ানো, টিকেটের সংকট বা কালোবাজারির মত কোনো ঝামেলা পোহাতে হবে না যাত্রীদের। এক্সটা চার্জ ছাড়াই অনলাইনে ঘরে বসেই গ্রাহকরা কিনতে পারবেন এই টিকেট।


বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের জন্য গাড়ির টিকেট পাওয়া যেন সোনার হরিণ। চাহিদার তুলনায় সরবরাহ থাকে কম। আর এ সুযোগে কালোবাজারিতে অতিরিক্ত দামে টিকেট বিক্রি হয়। থাকে টিকেট পেতে তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তিও। এসব সমস্যার সমাধানে ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটসে যুক্ত করা হয়েছে দেশের ৯৯ শতাংশ দূরপাল্লার বাস সার্ভিস। ফলে দেশের যে কোনো প্রান্তের যাত্রায় টিকেট কাটার বিষয়টি হয়েছে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।


বিজ্ঞাপন

ঈদের স্পেশাল অফারে বিডিটিকেটসে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনাসহ সব রুটের বাস টিকেট অতিরিক্ত কোনো চার্জ ছাড়া শুধুমাত্র নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া দেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই মিলছে এই টিকেট কাটার সুযোগ। দিনে হোক বা রাতে অনলাইনে বিডিটিকেটসের প্ল্যাটফর্মে কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন ওয়েবসাইট www.bdtickets.com এ। যে কোনো সহায়তার জন্য কল করুন ১৬৪৬০ নম্বরে, সপ্তাহের সাত দিনই।


বিজ্ঞাপন

বিডিটিকেটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান বলেন, ‘বাড়ি ফেরার টিকেট কেনার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকেটও কাটছেন। কোনো রকম অতিরিক্ত চার্জ না নেয়ার পাশাপাশি এখন ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দেওয়া হচ্ছে, এ কারণে অনেকেই অগ্রিম রিটার্ন টিকেট বুক করছেন, যা যাত্রীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সুবিধাজনক হচ্ছে। ঈদে যাত্রীদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে বিডিটিকেটস প্রতিশ্রুতিবদ্ধ।”

রবি সম্পর্কে :  জরবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *