নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার ২৫ মার্চ, ইসিবি চত্বরের ব্লু মুন টাওয়ার অনুষ্ঠিত হলো জনপ্রিয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও প্রকাশক বৃন্দ।

উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সম্পাদক জিএস জয়, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তালুকদার রুমি, মাতৃ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা খান সেলিম, খবর জনতার প্রধান সম্পাদক খন্দকার আমিনুর রহমান, সাংবাদিক সুমন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও জি এস পি এল এর চেয়ারম্যান মোঃ মাহাবুব রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সালমান ফারসি, উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক মেজর (অব ) মোঃ হারুনার রশিদ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মোঃ নাসির উদ্দিন খোকন, সাবেক ছাত্রদলের সভাপতি ও বর্তমান ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাবেক সভাপতি ছাত্রদলের সারোয়ার আলম, সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অমি, বর্তমান ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিটিএসবির এরিয়া ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুবনেতা মোঃ জাকির হোসেন শান্ত, সাবেক যুবনেতা সাহাবুল রহমান বেলাল, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মূল আলোচনায় অংশগ্রহণ করেন আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমি সহ বিশিষ্টজনেরা বাংলাদেশের রাজনৈতিক ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তারা দাবি করেন সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নাসির উদ্দিন খোকন তার বক্তৃতায় বলেন আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ সত্য এবং বলিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করবেন। দোয়া পরিচালনা করেন দৈনিক জনজাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমামুল হক, সবাই এক বছর পূর্তি উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকার সাফল্য কামনা করেন, পরে দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে সমাজের বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।