কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ঘাটে অষ্টমী স্নানোৎসব ৪ ও ৫ এপ্রিল

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা)  :  আসছে ৩ এপ্রিল বৃহস্পতিবার হতে ৭ এপ্রিল সোমবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী সারাদেশের ন্যায় কুমিল্লা সার্বজনীন আড়াইওরা কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শ্রী শ্রী বাসন্তী উৎসব ও অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল। তদুপলক্ষে প্রথম দিন ৩ এপ্রিল বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণাধিবাস।


বিজ্ঞাপন

দ্বিতীয় দিন ৪ এপ্রিল শুক্রবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্তা (দেবী দোলায় আগমন) এবং রাতে শ্রী শ্রী কালী মায়ের পূজা।


বিজ্ঞাপন

তৃতীয় দিন ৫ এপ্রিল শনিবার অষ্টমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্তা এবং মধ্যরাতে সন্ধিপূজা। এছাড়াও অষ্টমী তিথি চলাকালীন উৎসবে আগত পূজারি ও দর্শনাথীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। চতুর্থ দিন ৬ এপ্রিল রবিবার নবমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পূজা প্রশস্তা।


বিজ্ঞাপন

পঞ্চম দিন ৭ এপ্রিল সোমবার দশমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং বিজয়া দশমী কৃত্যম্ (দেবী গজে গমন)। এছাড়াও প্রতিদিন সকাল ১১টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
নবযুগ ডাইরেক্টর পঞ্জিকা অনুসারে জানা যায়- এবছর ৪ এপ্রিল শুক্রবার দিবাগত-রাত ০২টা ৭ মিনিট ৪৫ সেকেন্ড গতে অষ্টমী আরম্ভ আর শেষ হবে পরদিন ৫ এপ্রিল শনিবার দিবাগত-রাত ১২টা ৫১ মিনিট ৫০ সেকেন্ডে।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি, সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *