তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : বুধবার (২৬ মার্চ) রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বুধবার সকালবেলা নগরীর বাগিচাগাঁওস্থিত আজিজ-উল হক রোটারি সেন্টারে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিনেন ডি-65 এর অ্যাডভাইজার প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ জুলফিকার হায়দার, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, মোঃ সাখাওয়াত হোসেন, রোটারিয়ান অরুণ কান্তি সাহা, মেহের নিস্ফুন নাহার চৌধুরী।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ ও অ্যাড. আব্দুল কাদের তাহেরসহ অন্যান্য রোটারিয়ানরা। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন- রোটারিয়ান মোহাম্মদ আব্দুল মান্নান।
