বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে।


বিজ্ঞাপন

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার  ২৬ মার্চ সকাল ৫ টা ৪৯ মিনিটের সময়  পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন। এরপর বিজিবি মহাপরিচালক পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবি’র একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।


বিজ্ঞাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি’র সকল স্থাপনায় ইফতার মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও প্রতিষ্ঠানে কর্মরত বিজিবি অফিসার ও অন্যান্য পদবীর সদস্যদের অংশগ্রহণে *মুক্তিযুদ্ধে বিজিবির অবদান’* শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বিজিবি সদর দপ্তর সহ সারাদেশে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয় এবং সকল ইউনিটের গেইট ও গেইট সংলগ্ন সড়কের আশেপাশের এলাকা ও স্থাপনাসমূহে জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।

এর আগে গতকাল  ২৫ মার্চ,  গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতম গণহত্যাকান্ডে নিহত শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনা করে এশার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও প্রতিষ্ঠানে রাত সাড়ে  ১০ টা  থেকে ১০ টা ৩১ মিনিট  পর্যন্ত অর্থাৎ  ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচী পালন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *