জলবায়ু পরিবর্তনের প্রভাবে পিছিয়ে পড়ছে উপকূলীয় জনগোষ্ঠী

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাট বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


বিজ্ঞাপন

বিশেষ করে শরণখোলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রাকে চরমভাবে প্রভাবিত করছে।


বিজ্ঞাপন

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জাতীয়ভাবে দারিদ্র্যের হার ২৪.৯% হলেও শরণখোলায় তা ৫২.৫%। ২০০৭ ও ২০০৯ সালের সিডর ও আইলায় ব্যাপক ক্ষতি হয়।


বিজ্ঞাপন

যার ক্ষতচিহ্ন আজও রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা বিশেষভাবে ভোগান্তির শিকার, সুপেয় পানির অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। লবণাক্ত পানি পানের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, এমনকি বন্ধ্যাত্বও দেখা দিচ্ছে।

স্থানীয় সরকার ও এনজিওগুলোর সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু সংবেদনশীল বাজেট ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *