মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মধুপুর শহীদস্মৃতি কলেজ মাঠে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাইদুল সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. মোহাম্মদ আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত মেয়ের প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আঃ মান্নান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সরকার মনি।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল,ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া সহায়তায় ছিলেন সাবেক যুবদলের সদস্য মনিরুজ্জামান আসিফ।